ভাবনার অন্তরালে
নুসরাত হাসমী
আমি চারুলতা
লতার মতোই বেড়ে উঠেছি কারও অনুভবের
ক্লোরোফিল নিয়ে।
অনুভুতির সিঁড়ি বেয়ে যতবার উঠে এসেছি
ততবারই তার নাগাল পেয়েছি,
অতঃপর ভাবের মগডালে পূর্ণিমা স্নান করে
প্রত্যুষের অপেক্ষায়…
চোখের ভাঁজে শিশিরের স্নিগ্ধতা
সতেজতার প্রলেপ মাখে,
ইন্দ্রিয় গুলো ভাবনার সাথে চুক্তি বদ্ধ হয়ে
হৃদপিণ্ডের কোল ঘেঁষে বাঁচে,
ঋতুর আল ধরে যেতে যেতে
তুলো মেঘ যখন হৃদয়ের কার্নিশ ছুঁয়ে যায়
তখন আমার ক্লান্ত দুপুরকে হারিয়ে
অধিকারের দখলদারিত্বে ছাপিয়ে যায় দুকূল
ভেজা কবিতারা জলছাপ দেয়
স্বপ্নের কোলাহলে,
না পাওয়াকে ছুঁড়ে ফেলি ঘাসবনে
এক অনন্ত বিস্ময়ে রাঙালো ভুবন
হিজলের রঙে।