স্টাফ রিপোর্টার- ভোলার রাজাপুরে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ০১ জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড
শনিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে ভোলা জেলার মেঘনা নদীর শাখা ইলিশা নদীর কন্দ্রকপুর সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরা ছোট ট্রলার ডুবে যায় । ট্রলারে থাকা ২ জন জেলে কামাল জমাদ্দার (৪০) ও ইউসুফ (১৭) নামক ব্যক্তি নিখোঁজ থাকে এরং অপর একটি ট্রলারের সহায়তায় ইউসুফ (১৭) কে উদ্ধার করা হলেও কামাল জমাদ্দার (৪০) নামক ব্যক্তি নিখোঁজ ছিল।
বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোন অবগত হলে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক দ্রুততার সাথে একটি বিশেষ উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযান চলাকালীন শনিবার দুপুরে মেঘনা নদীর কন্দ্রকপুর এলাকা খেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতব্যক্তি ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের ০৪ নং ওয়ার্ড এর বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহটি পুলিশের উপস্থিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।