Search
Close this search box.

চাকরি স্থায়ীকরণের দাবিতে মালিবাগে রেলপথ অবরোধ

রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আন্দোলনরত রেল শ্রমিকরা রেলপথ অবরোধ করেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সকাল ১০টার দিকে মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় রেলপথ অবরোধ করা হয়। রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

রেল শ্রমিকরা জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে শ্রমিকরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী শ্রমিকদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ