Search
Close this search box.

রাজধানীতে ওয়াসার লাইন ঠিক করার সময় পাঁচ শ্রমিক দগ্ধ

ওয়াসার লাইনের কাজ করার সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. মেহেদী (২৩), মো. জুয়েল (২১), মো. সিয়াম (২০) আব্দুল মোমিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২৪)। তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাদের নিয়ে আসা আনিস জানান, দগ্ধ পাঁচজন ওয়াসার শ্রমিক। সকাল সাড়ে ৬টার দিকে ক্যান্টনমেন্ট ইউসিবি চত্বর এলাকায় মাটি খোড়াখুড়ি করছিল তারা। লাইটার দিয়ে গ্যাস চেক করার সময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। এতে পাঁচজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্টের ইউসিবি চত্বর এলাকা থেকে পাঁচজন দগ্ধ হয়ে এসেছে। তাদের আট থেকে পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ