Search
Close this search box.

মানিকগঞ্জে ইলিশ শিকারের অপরাধে ১৩ জেলের জেল-জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছ শিকার করার দায়ে জেলা প্রশাসনের নির্দেশনায় ১৩ জেলেকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাহিদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, উপজেলার পদ্মা-যমুনায় ইলিশ শিকার বন্ধে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট চারটি অভিযান পরিচালনা করা হয়। এসময় পদ্মা-যমুনায় ইলিশ শিকারের দায়ে ১৩ জেলেকে আটক করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় মোট ১১৬ কেজি ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৯ জেলেকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। অপর আরেকটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান  চার জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।

জেলেদের নিকট থেকে উদ্ধার হওয়া ইলিশ মাছ এতিমাখানা ও দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়। উদ্ধার হওয়া জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।  

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ