Search
Close this search box.

৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনাল বিপণন অফিসের অভিযানে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে নিম্নমানের পাইপ ও রাইজা

সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার সীমান্তবর্তী সারদাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৫ শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান এবং কাশিমপুর থানার এসআই মো. রাশেদুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ