নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় এ সংঘর্ষ শুরু হয়। এ সময় আধা ঘণ্টা ধরে চলা দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়া দুটি বাসও ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, অবরোধের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে বিএনপি ও আওয়ামী লীগ দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করা হয়।