Search
Close this search box.

গাজীপুরে অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে গত সাত দিন ধরে শ্রমিকদের অসন্তোষের কারণে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকলেও মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, চলতি মাসের ২৩ অক্টোবর থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে অবরোধ শুরু করে।

সেখান থেকে পর্যায়ক্রমে শ্রমিক বিক্ষোভ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নাওজোর, ভোগরা, চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা মৌচাক ও তেলিচালা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এছাড়া গাজীপুর মহানগরের চান্দরা চান্দনা চৌরাস্তায় এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। অবরোধের মধ্যে সল্প পরিমাণে যানবাহন চলাচল করলেও শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল সাড়ে আটটা থেকে সেগুলো চলাচল বন্ধ রয়েছে। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

অপরদিকে গত সোমবার গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী, ভোগড়া, বাসন সড়ক, চান্দনা চৌরাস্তা এলাকায় প্রায় সারাদিনই শ্রমিক বিক্ষোভ চলায় মঙ্গলবার অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং মহাসড়কে ১০-১২ টি যানবাহন ভাঙচুর করে। এ সময়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে শত শত শ্রমিক পুলিশকে ধাওয়া করে।

পুলিশ আত্মরক্ষার্থে মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ফাঁড়ির গেট, অফিসের গ্লাস এবং সাইনবোর ভাঙচুর করে।

একইভাবে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সেও ভাঙচুর করে শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা এলাকার ওয়াল্টন শোরুম ও সেখানে একটি পিকাপে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পরে ওয়াল্টনের শ্রমিকরা আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া দিলে মহাসড়ক ছেড়ে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ