আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি : “সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালী বের হয় উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।পরে উপজেলা মিলনায়তনে সমবায় কর্মকর্তা বিন্দুরানী পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ,
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।