বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, তল্লাশির নামে নেতাকর্মীদের গ্রেপ্তার, নিপীড়ন-নির্যাতন ও বাড়ি ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে পুলিশ নেতাদের স্ত্রী-পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। জেলা ও মহানগরে এ পর্যন্ত ৪০টি মামলায় প্রায় ১ হাজার ৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে না পেলে পুলিশ পরিবারের সদস্যদের নির্যাতন করছে। পরিবারের সদস্যদের আটক করার চেষ্টা করা হচ্ছে।
মিনু আরও বলেন, সরকারের বিভিন্ন সংস্থা হরতাল-অবরোধের মধ্যে গাড়ি পোড়াচ্ছে। আর পুলিশ মামলা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আমরা এর প্রতিবাদ জানাই। পুলিশের রহস্যজনক ভূমিকা পরিহার করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ আরও অনেকে।