বরগুনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নৌকা প্রতীকের তিনটি প্রচারক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে প্রচারক্যাম্পের আসবাবপত্র।
অগ্নিসংযোগ করা প্রচারক্যাম্প তিনটি হচ্ছে, সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া বাজার প্রচারক্যাম্প, একই ইউনিয়নের বুর্জিরহাট বাজার প্রচারক্যাম্প এবং কেওড়াাবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি বাজার প্রচারক্যাম্প।
সকালে এ অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানান, রাতে তালাবদ্ধ করে যে যার বাড়ি যায় পরে সকালে এসে প্রচারক্যাম্প আগুনে পোড়ানো অবস্থায় খোলা দেখতে পান। এ অবস্থা দেখার পর বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অগ্নিসংযোগের ঘটনায় প্রচারক্যাম্পগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও এটিকে আমরা হালকাভাবে দেখছি না। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে এঘটনায় নির্বাচনে কোন প্রভাব পরবে না।