Search
Close this search box.

নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন একটি মামলার চার্জগঠন করেন। ওই মামলার চার্জগঠনের শুনানিতে তারা উপস্থিত হয়েছেন। এসব তথ্য জানান আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের অয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জগঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। এবং তারা নির্দোষ বলে জানিয়েছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন।

যদিও মামুনুল হক এসব বিষয়ে সাংবাদিকদের কোন কথাই বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ