Search
Close this search box.

চট্টগ্রামে মন্ত্রী, মেয়র ও বিএনপি নেতাদের বাসায় হামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরে বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে এ হামলা চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাট পৌঁছালে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ বক্সেও ভাঙচুর করা হয়।

চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র নিরাপদে আছেন।’

এদিকে শনিবার রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় অগ্নিসংযোগসহ হামলা চালানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, নিউমার্কেট মোড় থেকে টাইগারপাস মোড়ে এসে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর ছাত্র-জনতা সবাইকে যার যার গন্তব্যে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে দুষ্কৃতিকারীরা ঢুকে হামলা-নাশকতা চালিয়েছে। এর দায়ভার কোনোভাবে ছাত্র আন্দোলন নেবে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ