Search
Close this search box.

জয়পুরহাটে শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জয়পুরহাট জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যবর্ষের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এডভোকেট মামুনুর রশীদকে সভাপতি এবং এডভোকেট আসলাম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এছাড়া বক্তব্য রাখেন জয়পুরহাট শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, উপদেষ্টা রাশেদুল আলম সবুজ, শহর শাখার আমীর মাওঃ আনোয়ার হোসেন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মামুনুর রশীদ। তিনি বলেন, জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ