Search
Close this search box.

রাজউকে নবযোগদানকৃত ৮৫ জন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন

স্টাফ রিপোর্টার:রাজউকে নবযোগদানকৃত  কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে  ১ম ও ২য় শ্রেণির ১৮ টি ক্যাটেগরির পদ, তথা সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক), সহকারী অথরাইজড অফিসার, সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী আইন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (সিভিল), উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), কানুনগো, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক পদসমূহে, ৮৫ জন নবযোগদানকৃত কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো: ছিদ্দিকুর রহমান সরকার (অব.) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরুল ইসলাম সদস্য (এস্টেট ও ভূমি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা।

প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, “রাজউক পরিবারে যোগদানের জন্য আপনাদের জানাই অভিনন্দন। একটি আধুনিক, টেকসই এবং সমৃদ্ধশালী রাজধানী হিসেবে মহানগরী ঢাকা-কে গড়ে তোলায় সম্মিলিতভাবে কাজ করার জন্য আপনাদেরকে আমাদের পাশে পেয়ে  আমরা রোমাঞ্চিত ও আনন্দিত।” তিনি আরও বলেন, “শুদ্ধাচার, সততা, উদ্ভাবন, সহযোগিতা – এই মূল্যবোধগুলো পাথেয় করে আপনারা কর্মজীবনে এগিয়ে যাবেন। এই মূল্যবোধগুলিকে ধরে রাখা নিশ্চিত করে যে আমরা দৈনন্দিন কাজে সর্বোচ্চ মান বজায় রাখি৷ আজ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একজন গর্বিত সদস্য হিসেবে আপনারা এই নীতি ও মূল্যবোধগুলো আপনাদের দৈনন্দিনকার্যকলাপে মূর্ত করে তূলবেন – আমি সেই প্রত্যাশা করি ৷”

উক্ত অনুষ্ঠানে রাজউক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিমূলক উপস্থাপনা প্রদান করেন মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অবঃ), সদস্য (উন্নয়ন), রাজউক। এছাড়া, অনুষ্ঠানে সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (পরিকল্পনা), এবং রাজউকের ঊর্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মমিন উদ্দিন, পরিচালক (প্রশাসন), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ