ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহের শিকারিকান্দায় বাস ও পিকআপভ্যান সংঘর্ষে মারা গেছেন বাসের চার যাত্রী। এতে আহত হয়েছেন ২০ জন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারপুর বাইপাসে এ দুর্ঘঘনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওভারটেক করতে গিয়ে পিকআপভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগামী বাসটি। পিকআপভ্যানটি রাস্তার পাশে উল্টে যাওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপরে উঠে দুমড়েমুচড়ে যায় বাসটিও। 

ঘটনাস্থলেই দুজন এবং আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুজন।

নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তারা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ