Search
Close this search box.

২৮ অক্টোবর থেকে ঢাকায় ২৫৩ স্থানে আগুন

গত ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ২৫৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন দিয়েছে। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় তানজিল পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

তিনি জানান, ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৫৩টি অগ্নিসংযোগ করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসব আগুন নির্বাপণ করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ