রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

মাগুরায় আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড-potheprantore-samiuddin sakin

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। মামলার বিচারকাজে ২৯ জন সাক্ষ্য দিয়েছেন এবং সাতটি আলামত উপস্থাপন করা হয়।

যাদের খালাস দেওয়া হয়েছে তারা হলেন—ভুক্তভোগী শিশুটির বোনের স্বামী, তার ভাই এবং তাদের মা।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ মার্চ আছিয়া মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যা চেষ্টা চালায়। ওই দিন দুপুর সাড়ে ১১টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৮ মার্চ নিহত শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। এই হৃদয়বিদারক ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।

১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ হিটু শেখ ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ