Search
Close this search box.

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ইনায়েতুর রহিম

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনয়েতুর রহিম।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে রোববার (১৫ অক্টোবর) এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২) (ক) মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে কর্মরত আছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ হাসান ফয়েজ সিদ্দিকী। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে অধস্তন আদালতের বিচারকরা নিয়োগ পেয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ