ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জামিনে মুক্ত হয়েছেন। তিন মাস ছয়দিন পর মুক্ত হলেন তিনি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তার বড় ভাই মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুলের নামে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
মঈনুল হক বলেন, আমিনুল শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হবে।
২০২৩ সালের ২ নভেম্বর আমিনুলকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ।