Search
Close this search box.

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চোরাই মালসহ ৬ জন গ্রেফতার

স্টাফ রির্পোটার- বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ২৯টি লোহার পাইপসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। শনিবার ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি চালের মিলের পাশে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কবির শেখ (৪২), বাবু শেখ (২৬), জাবের শেখ (২৫), মহসিন গাজী (২৪), মিকাইল শেখ (২২) ও আবু হুরাইরা মোল্লা (২৪)। তাঁদের বাড়ি খুলনার দাকোপ ও বাগেরহাটের রামপাল উপজেলায়।

র‌্যাব জানায়, অভিযানে আটক ৬ জনের কাছ থেকে ১ হাজার ২২০ কেজি ওজনের লোহার ২৯টি পাইপ ছাড়াও একটি ইঞ্জিনচালিত নৌকা, ৯টি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে শনিবার ভোরে আলাদা একটি অভিযানে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া ৪৩টি জিআই পাইপ জব্দ করেছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর পোস্টের কাঁটাতারের বাইরের জঙ্গল থেকে ওই পাইপগুলো উদ্ধার হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ওই জিআই পাইপগুলো জব্দ করা হয়।

খুলনা র‌্যাব-৬–এর সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ জানিয়েছেন, শুক্রবার রাতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে একটি ঠিকাদারি কোম্পানির ইয়ার্ড থেকে ১ হাজার ২২০ কেজি ওজনের ২৯টি লোহার পাইপ চুরি হয়েছে বলে তাঁদের জানানো হয়। এরপর র‌্যাব-৬ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। অভিযানে চোরাই মালসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ