স্টাফ রির্পোটার – যশোরের ঝিকরগাছার ছাত্রলীগ নেতা মিলন হোসেন হত্যাসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামান ওরফে বাবুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে র্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
এসময় গ্রেপ্তারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রবিবার র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুল ওরফে নজর আলীর ছেলে বাবু। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মিলন হোসেনকে কুপিয়ে হত্যা করেন তিনি। ওই মামলায় বাবু গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত বেরিয়ে পলাতক জীবন যাপন শুরু করে। তার বিরুদ্ধে অস্ত্রসহ মোট ১৩টি মামলা আদালতে বিচারাধীন।
এদিকে র্যাব ৩ এর অধিনায়ক আরও জানিয়েছেন, র্যাব-৩ এর অপর একটি অভিযানে সাভারের আশুলিয়া এলাকা থেকে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মোঃ আরমান হোসেন (২৪) এবং মোঃ রোহান ইসলাম (২০)কে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ টি চাকু এবং ২ টি মোটর সাইকেল উদ্ধার করেছে র্যাব-৩ এর সদস্যরা।
অধিনায়ক আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় নিরীহ জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজী, জমি দখল ও সস্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন ।