Search
Close this search box.
বাসচাপায় যুবলীগ নেতা নিহত

গ্রেফতার এড়াতে কুমিল্লায় পালিয়ে ছিলেন চালক রাজিব

স্টাফ রির্পোটার- রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় যুবলীগ নেতা ফারুক নিহতের ঘটনায় চালক রাজিব চঁন্দ্র সরকারকে (২৫) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার এড়াতে তিনি ঢাকা থেকে কুমিল্লায় পালিয়ে যান।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গত ২৯ সেপ্টেম্বর ফারুক নামের একজন ব্যবসায়ী কাজের জন্য নিজ বাসা থেকে মতিঝিল যাচ্ছিলেন। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাশেম রোড মোড়ের মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস ও অজ্ঞাতনামা অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে যাচ্ছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিলাস পরিবহনের বাসটি পথচারী ফারুককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠায় এবং বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক আরও বলেন, পরে নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে বিলাস পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১১৬। এ ঘটনার পর থেকে র‌্যাব-১০ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শহীদনগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত বিলাস পরিবহন বাসের ঘাতক চালক রাজিব চঁন্দ্র সরকারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজিব এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত ফারুক লক্ষীপুর রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। তিনি সপরিবারে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইসলাম নগর এলাকায় বসবাস করতেন। মাতুয়াইল ইসলাম নগর এলাকায় ব্যবসা করতেন ফারুক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ