Search
Close this search box.

বিপুল পরিমান ইয়াবা ও মদ জব্দ করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার- টেকনাফে ৩০,০০০ পিস ইয়াবা এবং আনোয়ারাতে ১১৫ বোতল হুইস্কি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ২ জন মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়।

কোস্ট গার্ডের সিগন্যাল অমান্য করে তারা মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে ধাওয়া করলে কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেল থেকে ১ টি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ রাস্তার পাশে বনের মধ্যে ফেলে রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে পালিয়ে যায়। 

পরবর্তীতে ঝোপে তল্লাসী চালিয়ে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তার মধ্য থেকে প্রায় ৩০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক চট্টগ্রাম বহিঃনোঙরের গহীরা সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত ছোট বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়।

কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় বোটটি বার আউলিয় বেড়িবাঁধের পাশে ভিড়িয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটসহ মোঃ নিজাম উদ্দিন (৩০) নামে একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত বোটটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হুইস্কি ও আটককৃত ব্যাক্তিকে আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ