চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছে শিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের শেষ সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা বোর্ড থেকে জুনের শেষের দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে অনুমোদন পেলে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
জানা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল আগামী মার্চ মাসে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে।
এ সময় একটি খসড়া রুটিন প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।