রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

একঝাঁক নায়িকা নিয়ে মঞ্চে শাকিব

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান আবারও মঞ্চে এলেন একঝাঁক নায়িকা নিয়ে। তবে এ আসার কারণ কোনো নতুন সিনেমার ঘোষণা নয়, তিনি এসেছিলেন তার ব্যবসায় প্রতিষ্ঠানের নতুন স্কিম উদ্বোধন অনুষ্ঠানে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমক আয়োজনে উদ্বোধন করা হয় শাকিব খানের ব্যবসায় প্রতিষ্ঠান রিমার্কের নতুন স্কিম প্যাকেজ ‘আপনজন’।

এই প্যাকেজের লোগো উন্মোচনের সময় শাকিবের সঙ্গে ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, পরীমণি, পূজা চেরি, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দীঘিসহ একঝাঁক নায়িকা।

রিমার্ক মূলত স্কিন কেয়ার ও অথেনটিক কসমেটিকস নিয়ে কাজ করে থাকে। নতুন স্কিম উদ্বোধনকালে রিমার্কের পরিচালক শাকিব খান বলেন, আমরা রিমার্ক, আপনাদের পরিবার। পরিবারের আপনজনের মতোই প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই প্যাকেজের অংশ হচ্ছেন। তাই আমরাও তাদের পাশে দাঁড়াব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’ স্কিম।

এর আগে ঢাকায় আয়োজিত একটি ফ্যাশন শোতে র‌্যাম্পে হেঁটেছিলেন শাকিব খান। সেখানে তার সঙ্গে ছিলেন পরীমণি, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ