Search
Close this search box.

মারা গেছেন গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ

দেওয়ান লালন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা পুলিশ লাইনস হাসপাতালে মৃত্যু হয় তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেওয়ান লালন আহমেদের পাঁচ শতাধিকের বেশি গান রয়েছে। সিনেমা, নাটক, সমসাময়িক বিষয়, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মা-বাবা, প্রেম-বিরহ নিয়ে তার গান উল্লেখযোগ্য। এছাড়া তিনি মাটি মানুষের চিরায়ত বোধের  লোকগান, লালন ফকিরের মানুষতত্ত্ব নিয়েও গান লিখেছেন।

২০১৬ সালে ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ গ্রন্থ দিয়ে লালনের প্রথম বই প্রকাশ। এরপর তার লেখা ২০১৭ সালে ‘পুলিশের খেরোখাতা’, ২০১৮ সালে শিশুতোষ ছড়া নিয়ে ‘বিতং বনে বনবনিয়ে’, ২০২০ সালে ‘খেরোখাতা দ্বিতীয় পর্ব’ এবং ‘সাধুসঙ্গে ডুবাও অঙ্গ’ প্রকাশিত হয়।

২০১৯ সালে প্রকাশিত ‘পাসওয়ার্ড’ শিরোনামের গানের জন্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে’ আধুনিক গান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে স্বীকৃতি পান দেওয়ান লালন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ