Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় পুরস্কৃত ‘মশারি’

স্টাফ রিপোর্টার ॥ নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ আন্তর্জাতিক উৎসবে পুরস্কার পেল। সোমবার (১১ জুলাই) দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভালে এটি পুরস্কৃত হয়েছে। উৎসবটিতে জুরি পুরস্কার ‘বুচেন চয়েস’ পেয়েছে ‘মশারি’। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সেখানে প্রদর্শিত হয়। ‘মশারি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ‘‘ন’ ডরাই’’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। উৎসটিতে অংশ নিতে গত ৮ জুলাই নুহাশ হুমায়ূনের সঙ্গে দক্ষিণ কোরিয়া গিয়েছেন তিনিও। পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এমন পটভূমিতে দুই বোনের গল্প দেখানো হয়েছে ‘মশারি’তে। ভৌতিক ঘরানার এই চলচ্চিত্রে আরো দেখানো হয়েছে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দু’জন বেঁচে আছেন। তারা বুঝতে পারেন রক্তপিপাসু এই পোকা থেকে তাদের বাঁচাতে পারে কেবল মশারি!

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পুত্রের স্বল্পদৈর্ঘ্যটি এর আগে সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। এতে সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ