Search
Close this search box.

চড়া মূল্যে প্রভাসের ছবির স্বত্ব কিনে নিল নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক ॥ সবশেষ তার ‘রাধে শ্যাম’ ছবি মুক্তি পায়। এই ছবিও বক্স অফিসে ব্যর্থ হয়। মূলত বাহুবলীর পর তার কোন সিনেমাই সেভাবে সফল হয়নি। কিন্ত তাতে কি? প্রভাসের ওজন একটুও কমেনি। রীতিমত সমান দর হাকিয়ে নতুন নতুন সিনেমায় কাজ করে যাচ্ছেন। প্রভাসের আসছে ছবির নাম ‘আদিপুরুষ’ শুরুতেই এই সিনেমা নিয়ে ব্যপক আলোচনা চলছে। আদিপুরুষ নিয়ে নতুন খবর হলো, এই প্যান ইন্ডিয়া ছবির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব নেটফ্লিক্স কিনে নিয়েছে- চড়া দামে। তার মানে ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কিছুদিন পর তা ওটিটিতে দেখা যাবে। আরও গুঞ্জন যে এর জন্য নেটফ্লিক্স এক মোটা অঙ্ক দিয়েছে ছবির নির্মাতাদের। যদি সব ঠিকঠাক এগোয়, তাহলে দেশের মধ্যে অন্যতম বড় চুক্তি হতে চলেছে। নেটফ্লিক্স ‘আদিপুরুষ’ ছবির ডিজিটাল স্ট্রিমিং স্বত্বের জন্য ২৫০ কোটি টাকা দিয়েছে।

কিছুদিন আগে ‘আদিপুরুষ’ ছবির নির্মাতারা এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে এই ছবির শুটিং শেষ হয়ে গেছে। তবে ছবিটি এখন প্রেক্ষগৃহে আসতে অনেক সময় বাকি। রামায়ণ মহাকাব্যের আধারে ‘আদিপুরুষ’ নির্মাণ করা হচ্ছে। প্রভু রাম ও সীতার ভূমিকায় দেখা যাবে প্রভাস আর কৃতি শ্যাননকে আর লঙ্কাপতি রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ