Search
Close this search box.

পঞ্চাশ বছরে ‘ওরা ১১ জন’

পঞ্চাশ বছরে ‘ওরা ১১ জন’

সব্যসাচী দাশ ॥ স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। প্রয়াত প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭২ সালের ১১ আগস্ট। গতকাল ছিল ঐতিহাসিক সিনেমাটি মুক্তির পঞ্চাশ বছর পূর্তির দিন। সিনেমাটি প্রযোজনা করেছিলেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। এতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু।

স্টার ফিল্ম কর্পোরেশনের ব্যানারে নির্মিত ‘ওরা ১১ জন’ এর কাহিনী আল মাসুদের, চিত্রনাট্য লিখেছিলেন কাজী আজিজ আহমেদ এবং সংলাপ এটি এম শামসুজ্জামান। চিত্রগ্রহণে ছিলেন আব্দুস সামাদ।

অভিনয় করেন খসরু, আলতাফ, মুরাদ, নান্টু, বেবী, আবু, হেলাল, অলীন, মঞ্জু, ফিরোজ, শাবানা, রাজ্জাক, নূতন, সৈয়দ হাসান ইমাম, খলিল, রাজ, রাজু আহমেদ, সুমিতা দেবী, রওশন জামিল, সবিতা, মিনারা জামান, মিতা, এটি এম শামসুজ্জামান, জাভেদ রহীম, গওহর জামিল, মেহফুজ, রানু, সাইফুদ্দিন, ওয়াহিদা রহমান, সিতারা, মাঃ কাজী কামাল, বেবী স্বপ্না প্রমুখ। ‘ওরা ১১ জন’ এর পঞ্চাশ বছর উপলক্ষে বেসকারী টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ তে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ