বিনোদন ডেস্ক – আজকের দিনে ভারত বিশ্ব ক্রিকেট শাসন করলেও তাদের এই শাসনের ইতিহাস কিন্তু বেশি দিনের না। গত শব্দাতীর আশির দশকেও তারা অডিনারি ক্রিকেট খেলত। কিন্তু ১৯৮৩ সালের বিশ্বকাপ ভারতের ক্রিকেট ভাগ্য বদলে দিয়েছিল। সে বারে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়েই ছিল সংশয়। কারণ ভারতীয় ক্রিকেট দল এবং দর্শক কেউই বিশ্বাস করত না যে তাদের কোন সম্ভাবনা আছে ক্রিকেট বিশ্ব আসরে। অবশেষে ভারত খেলেছে এবং বিশ্বকাপ জিতেছে। একমহাকাব্যিক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে। সেই ১৯৮৩ সাল, ভারতীয় ক্রিকেট দল এবং দলনায়ক কপিল দেব কে বায়োগ্রাফি চলচ্চিত্র নির্মাণ করছেন কবির খান। কবিল দেব চরিত্রে অভিনয় করছেন রনবীর সিং। ৮৩’ তে অসাধারণ অভিনয় এবং অমানবিক পরিশ্রম করেছেন তিনি। এটা দর্শক-সমালোচক উভয়ই উপলদ্ধি করেছেন। এই অন্যন্য কৃতির কারণে অভিনেতা এবার জিতলেন পুরস্কার। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। ৩০ আগস্ট রাতে মুম্বাইতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন। ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা ‘মিমি’-তে অভিনয় করে তিনি সব মহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। অনেকেই ধারণা করেছিলেন, ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার তিনিই পাবেন।
অন্যদিকে সমালোচকদের বিবেচনায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। সুজিত সরকারের ছবি ‘সর্দার উধাম’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
এদিকে আরেকটি প্রশংসিত ছবি ‘শেরনি’র জন্য সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা বালান। সেরা জনপ্রিয় চলচ্চিত্র হয়েছে ওটিটিতে মুক্তি পাওয়া সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’।
সমালোচকদের দৃষ্টিতে সেরা ছবি ‘সর্দার উধাম’। কারগিল যুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্য বিক্রম বাত্রার জীবন অবলম্বনে নির্মিত ‘শেরশাহ’র জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন বিষ্ণু বর্ধন।