দীর্ঘদিন ভালোবাসাহীন
মিলন সব্যসাচী
অচল মুদ্রায় ভরে আছে পকেটের তলদেশ
অকোপটে যদি বলি অস্তিত্ব সংকট
অকাল মৃত্যুর গন্ধ শুঁকে এই একা বেঁচে থাকা
দীর্ঘদিন সুখ-স্বপ্নহীন
দীর্ঘদিন শয্যা-সঙ্গীহীন
দীর্ঘদিন আলো-আশাহীন
দীর্ঘদিন ভালোবাসাহীন
এখানে জীবন মরু সাহারার তপ্ত ধূধূ প্রান্ত।
বেদনার্ত বুকে সুপ্ত-বিরহ গুপ্ত-বিষাদ
ভেতর বিদগ্ধ ভস্মস্পর্শী অদৃশ্য আগুন
পতঙ্গের মতো পোড়া ভস্মিত শরীরে ক্রমাগত-
বিধ্বস্ত প্রান্তর যেনো মৃত্তিকার স্তুপ।
ঈশ্বর তুমিও তো জানো
একরত্তি সুখ-স্বপ্নে আমি কতোটা তৃপ্ত
ক্রমে ক্রমে জ্বলে উঠি উর্ধমুখি চিতার মতন
এ জীবন ভস্মাধারে-নিঃপ্রভ মশাল হয়ে জ্বলে
পরতে পরতে শুধু অনন্ত আঁধার
একাকী এ জীবনকে আকড়ে থাকবো কতো কাল?