Search
Close this search box.

তানজীনা ফেরদৌস’র কবিতা ‘আন্তঃনগর মন’

আন্তঃনগর মন
তানজীনা ফেরদৌস

তোমার মনটা এখন আন্তঃনগর,
অনেক নগর ঘুরে।
প্রেম শহরের বাতাস মেখে
আনন্দে মন উড়ে।
তোমার মনের হাওয়া
হয় যে বদল ষড়ঋতু’র মতো।
আমি কেবল দেখি তোমার
মনের রং বদল যত।
আমার স্টেশন পুরান এখন,
তাই বিরতি নতুন স্টেশনে।
আমি কেবল তোমার যাত্রা দেখি,
তুমি আগের মতো ঠিকই থামো
তবে এখন অন্যখানে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ