রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যত দ্রুত সম্ভব বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৩ মে রাষ্ট্রীয় সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যান ট্রাম্প। সফর শেষে ১৫ মে আবুধাবি ত্যাগের আগে তিনি বলেন, “আমি পুতিনের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে চাই। এই যুদ্ধ এখনই থামানোর সময়। আমাদের যত দ্রুত দেখা হবে, যুদ্ধ তত দ্রুত শেষ হবে।”
সাংবাদিকরা পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের তারিখ জানতে চাইলে সরাসরি কিছু না বললেও ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং সেই সময়ের মধ্যেই বৈঠক হতে পারে।
এদিকে, তুরস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দেয় এবং উভয়পক্ষ সম্মতিও জানায়। ১৩ মে জেলেনস্কি আঙ্কারায় পৌঁছান। তবে একই সময়ে মধ্যপ্রাচ্য সফরে বের হন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, “পুতিন ও আমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হবে না।”
ফলে পুতিন তুরস্ক সফরে না গিয়ে প্রতিনিধি পাঠান।
রাশিয়ার প্রেস মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোয় বলেন, “বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের বৈঠকের জন্য প্রস্তুতির সময় দরকার।”
সূত্র: আরটি