Search
Close this search box.
মাহাথির মোহাম্মদের অভিযোগ

তাইওয়ানে যুদ্ধ উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মাহাথির মোহাম্মদের অভিযোগ : তাইওয়ানে যুদ্ধ উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে যুদ্ধ উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনই অভিযোগ করেছেন মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন ৯৭ বছর বয়সী মাহাথির।
পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ বলেন, চীন তাইওয়ানে হামলার চেষ্টা করলে সেই সুযোগে যুক্তরাষ্ট্র তাইপের কাছে বিপুল অস্ত্র বিক্রি করতে পারবে। শুধু তাই নয়, চীনের বিরুদ্ধে দেশটিকে যুদ্ধে সহায়তাও করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

মাহাথির বলেন, চীন তাইওয়ানকে স্বায়ত্তশাসনে থাকতে দিয়েছে। সেখানে তারা আক্রমণ করেনি। আক্রমণ করতে চাইলে আগেই করতে পারত চীন। কিন্তু তারা সেটি করেনি। এখন যুক্তরাষ্ট্র বারবার চীনকে উস্কানি দিচ্ছে, যাতে চীনারা তাইওয়ান দখলের চেষ্টার মতো ভুল করে বসে এবং যাতে সেখানে একটি যুদ্ধ বেঁধে যায়।

চীন তাইওয়ানকে নিজের মূল ভূখন্ডের অংশ মনে করে। অন্যদিকে দ্বীপদেশ তাইওয়ান তা বরাবরই অস্বীকার করে আসছে। তাইওয়ান ও চীনের এমন জটিলতার মধ্যে সেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে উস্কানি হিসেবে দেখে বেইজিং। চীনের নিষেধ সত্ত্বেও চলতি মাসের শুরুতে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এতে ক্ষুব্ধ চীন তাইওয়ানকে চারপাশ থেকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালায়। সাগরে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে। চীনের মহড়া চলাকালেই ফের মার্কিন কংগ্রেস সদস্যরা তাইপে সফর করেন। এ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে তাইওয়ানকে ঘিরে জল-স্থল-আকাশে চীনের সামরিক বাহিনীর মহড়াকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে তাইওয়ান। এ নিয়ে তাইওয়ান-চীনের মধ্যে চলছে যুদ্ধের উত্তেজনা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ইসলাম বিদ্বেষী ও ‘অকার্যকর’ নেতা হিসাবেও বর্ণনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিখ্যাত রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। তিনি তাইওয়ানের সঙ্কটের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ররোচনা দেয়ারও অভিযোগ করেছেন। মাহাথির বলেন, একভাবে, বাইডেন অত্যন্ত ইসলাম বিরোধী, তিনি ন্যায্য কাজ করছেন না। তিনি ইসরাইলকে সব ধরনের অপরাধ, গণহত্যা করতে দেন এবং এর বিরুদ্ধে তিনি কিছুই করেন না। যিনি ইহুদিদের সমালোচনা করার জন্য ইহুদি বিরোধীতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন, যাদেরকে তিনি ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সঙ্কটের জন্য দায়ী করেছেন।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও সমালোচনা করেন। মাহাথির বলেন, ন্যাটো যা করছে, ইইউ যা করছে তা হল আরও কিছু উসকানি দেয়া এবং ইউক্রেনীয়দের যুদ্ধ করতে বলা। তারা ইউক্রেনকে (ন্যাটোতে) গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা করেনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ