Search
Close this search box.

কোভিড টিকার জন্য চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক

চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যুগ্মভাবে নোবেল পদক পেয়েছেন দুই গবেষক। তারা হলেন- ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান। করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ  টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয় আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এ বছর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর ৫ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে দুদিনের বিরতি দিয়ে ৯ অক্টোবর শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

৯ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ