Search
Close this search box.

হাউস স্পিকার হিসেবে স্বল্পমেয়াদে দায়িত্ব পালনের ইচ্ছা ট্রাম্পের

রিপাবলিকান পার্টিকে একত্রিত করতে ‘প্রয়োজনে’ হাউস স্পিকার হিসেবে স্বল্পমেয়াদে দায়িত্ব পালনের ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই ইচ্ছার কথা জানান।

৭৭ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজ ডিজিটালকে বলেন, যদি রিপাবলিকানরা কেভিন ম্যাকার্থির প্রতিস্থাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারে তবে তিনি ৩০, ৬০ কিংবা ৯০ দিনের জন্য হাউস স্পিকারের দায়িত্ব নিতে ইচ্ছুক।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, কংগ্রেসে আমার অনেক বন্ধু আছে বলে আমাকে সমন্বয়কারী হিসেবে কথা বলতে বলা হয়েছে। যদি তারা ভোট না পায়, সেক্ষেত্রে তারা আমাকে জিজ্ঞেস করেছে, দীর্ঘমেয়াদে কাউকে না পাওয়া পর্যন্ত আমি স্পিকারশিপ নেওয়ার কথা বিবেচনা করব কি না, যেহেতু আমি প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।

গেল মঙ্গলবার ম্যাকার্থি ইতিহাসে প্রথম বারের মতো অনাস্থা ভোটে হেরে স্পিকারের পদ থেকে অপসারিত হন। ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে রিপাবলিকান দলের আট বিদ্রোহী তার বিরুদ্ধে ভোট দেন।

তবে সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য বারবারা কমস্টক সিএনএনকে জানান, ট্রাম্প এই পদের জন্য অযোগ্য। কারণ ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। এরইমধ্যে ট্রাম্প শুক্রবার জানান, তিনি কট্টর ডানপন্থী রিপাবলিকান নেতা জিম জর্ডানকে দীর্ঘমেয়াদে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিসেবে দেখতে চান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ