ইসরায়েলে চালানো হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এটি ‘নির্লজ্জ সন্ত্রাসী হামলা’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া একটি পোস্টে ওবামা লেখেন, ইসরায়েলে ‘নির্লজ্জ সন্ত্রাসী হামলা’ ও নিরপরাধ বেসামরিক লোকদের হত্যা করা হচ্ছে। এ ঘটনায় মার্কিন নাগরিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো উচিত।
এক্সে তিনি আরও লেখেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে হবে।তবে হামাসের আক্রমণের বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার্থে যা যা প্রয়োজন, তা করার অধিকার রয়েছে। যারা এ সংঘাতে প্রাণ হারিয়েছে, তাদের জন্য আমরা শোকাহত। যাদের জিম্মি করে রাখা হয়েছে, তারা যেন নিরাপদে স্বজনদের কাছে ফিরতে পারে, সেই প্রার্থনা রইলো।
উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) আচমকা ইসরায়েল আক্রমণ করে বসে ফিলিস্তিনি হামাস। সেদিন ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে তারা। একই সময় সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে শত শত সশস্ত্র যোদ্ধা। হামাসের এই হামলায় এখন পর্যন্ত ৯০০ এরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি।