প্রধানমন্ত্রী হিসেবে এ যাত্রায়ও টিকে গেলেন ঝানু রাজনীতিবিদ বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরি সরকার গঠনে বিরোধী ন্যাশনাল ইউনিটি পার্টির বেনি গান্টজের সঙ্গে সমঝোতা হয়েছে তার।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, উভয় নেতা এক যৌথ বিবৃতিতে নতুন সরকারের বিষয়ে ঘোষণা দিয়েছে।
গান্টজের দাবি অনুযায়ী, যুদ্ধকালীন একটি মন্ত্রিসভা থাকবে। ছোট পরিসরের এই মন্ত্রিসভার হামাসের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশনা দেবে। ওই মন্ত্রিসভায় নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ও গান্টজ থাকবেন।
ইসরায়েলি মন্ত্রী রন দেরমারের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক জেনারেল ন্যাশনাল ইউনিটি এমকে গাদি এইসেনকোট যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুদ্ধ চলাকালীন এই সময়টাতে মন্ত্রিসভায় ন্যাশনাল ইউনিটি পার্টির আরও পাঁচ সদস্যকে যুক্ত করা হবে। তারা গান্টজ, এইসেনকোট, এমকে গিদেওন সা’রসহ অপর দুই সরকারের অধীনে কার্যক্রম পরিচালনা করবে।