Search
Close this search box.

নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১২৮

নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২৮ ছাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতও হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

সেই সঙ্গে আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (৩ নভেম্বর) গভীর রাতের দিকে হওয়া এই ভূমিকম্পের কম্পণ ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

নেপালের সীমান্ত থেকে নয়াদিল্লির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামে একটা এলাকা। শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তবে পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ