Search
Close this search box.

তিস্তার পানি ছাড়ল ভারত, বন্যার শঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের লকগেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৮ জানুয়ারি) এ ব্যারেজ দিয়ে প্রায় দেড় লাখ কিউসেক পানি ছাড়া হয়।

শীতকালে সাধারণত এ ব্যারেজ খোলা হয় না। তবে এবার শীতকালেই ব্যারেজের লকগেট খোলা হল। যদিও এ বিপুল পানি ছাড়ার কারণ জানায়নি কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, শীতের মৌসুমে দার্জিলিংয়ের বরফ গলা পানিতে হড়পা বানের আশঙ্কা থেকেই বিপুল পরিমাণ এ পানি ছাড়া হয়েছে। এর ফলে বাংলাদেশের তিস্তার পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি ভারতের কয়েকটি এলাকাতেও বন্যা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ