Search
Close this search box.

আর একটি ওয়ানডে জিতলেই সিরিজ বাংলাদেশের

আর একটি ওয়ানডে জিতলেই সিরিজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। আর একটি ওয়ানডে জিতলেই বাংলাদেশের সিরিজ জয় হয়ে যাবে। আগামীকাল গায়ানায় দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ ওয়ানডেটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হয়ে যাবে বাংলাদেশের। আর যদি দ্বিতীয় ওয়ানডেতে না জিতে বাংলাদেশ, তাহলে ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের সুযোগ থাকছে।

বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরমেট হচ্ছে ওয়ানডে। এ ফরমেটে বাংলাদেশ বিধ্বংসী দল। বাংলাদেশ ওয়ানডে  অধিনায়ক তামিম ইকবাল তাই বলেছেন, ‘একদিনের ক্রিকেটে বাংলাদেশ দুর্ধর্ষ, সমীহ জাগানিয়া দল।’

তিনি আরও বলেন, ‘‘গায়ানার উইকেট দুই দলের জন্যই কঠিন ছিল। টস জেতাটা খেলায় বড় সুবিধা হয়েছে বলে মনে করি। দল হিসেবে আমরা পিচ দেখে খুশি হইনি। আর আমার রানআউটটি দুর্ভাগ্যজনক হলেও এটা এখানে দোষের কিছু নয়। খেলারই অংশ, এসব ঘটনা ঘটে।’

অবশ্য প্রথম ওয়ানডে জিতলেও আছে চিন্তা। বাংলাদেশ ফিল্ডারদের যে প্রচুর পরিমানে ক্যাচ হাতছাড়া হচ্ছে। তামিম সেই দুঃশ্চিন্তার কথা জানিয়েছেনও। তিনি বলেছেন, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ হতে হবে, কমে আসতে হবে। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে । বারবার দেখবেন একই মানুষের হাত থেকে ক্যাচ পড়ছে, এটা ভালো নয়।’

‘ভালো লাগছে যে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচ জিততে পারলাম। তবে বলব না এটা সহজ। আমাদের যদি জিততে হয় সেরা খেলাটাই খেলতে হবে। তারা যে ভালো দল, বিপজ্জনক দল, এটা টেস্ট এবং টি২০তেই প্রমাণ করেছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ