সেন্সরশিপ আইন লংঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা গত মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।
সেখানে বলা হয়, “মো. ইসলাম মিয়া প্রযোজিত এবং মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ সিনেমাটি, চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি(১) উপধারা লংঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।”
আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় এখন চলচ্চিত্রটি সনদবিহীন হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
দেশের কোথাও চলচ্চিত্রটি প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
কাজী মো. ইসলাম পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত কাজী জারা টায়রা। আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।