বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের (বগুড়া রোড) কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন করেন বরিশালের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা।
পরে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা ও প্রগতি লেখক সংঘের আয়োজনে কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় কবিতা পরিষদ বরিশালের সভাপতি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন কণ্ঠশিল্পী সাবেক অধ্যাপক বিমল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মোজাম্মেল হক, কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকার, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথি, কবি সৈয়দ মেহেদী হাসান ও সব্যসাচি সেনগুপ্ত।
অনুষ্ঠানে কবির কবিতাকে সুরারোপ করে গান পরিবেশন, কবির কবিতা আবৃতি ও স্বরচিত কবিতা পাঠ করা হয়।