রাজধানীতে এক ঘণ্টায় চার বাসে আগুন লেগেছে। আজ শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগে প্রথম আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে গাবতলী, গুলিস্তানে আরও দুটি বাসে আগুন লাগে। আর রাত ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়িতে অনাবিল পরিবহণের একটি বাসে আগুন লাগে। যদিও আগুন লাগার কারণ বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে, একজন আহত হয়েছেন বলে জানা গেছে ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরামবাগে নটরডেম কলেজের আশপাশে রাত ৮টা ২০ মিনিটে এবং এর ১০ মিনিট পরেই গাবতলীতে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আর রাত ৯টায় গুলিস্তানে আরও এক বাসে আগুন লাগলে তা নেভাতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে।
পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, যাত্রাবাড়ীতে রাত ৯টা ২৭ মিনিটের দিকে অনাবিল পরিবহণের যাত্রীবাহী বাসে আগুন লাগে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মফিজুল আলম জানিয়েছেন, আনুমানিক সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।