Search
Close this search box.

এক দিনে ২৩ উইকেট, রেকর্ড ভারত-দ. আফ্রিকা ম্যাচে

কোনও রান না করেই ১১ বলে ৬ উইকেট হারায় ভারত। অল-আউট হইয়ে যায় ৩৪.৫ ওভারে ১৫৩ রানে। এও কী সম্ভব! বিশ্বাস না হলে স্কোর কার্ড দেখে আসতে পারেন। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপের এমন দৈন্যদশা হবে কে ভেবেছিল। কেপটাউনে বিরাট-রোহিতদের নিয়ে একরকম ছেলেখেলা করেছে দক্ষিণ আফ্রিকার পেসাররা।

এর আগে অবশ্য দক্ষিণ আফ্রিকাকে২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেয় ভারত। মোহাম্মদ সিরাজের তোপ সামলাতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা। মাত্র দুজন ব্যাটার পেরেছিলেন দুই অংকের রানের ঘরে পৌঁছাতে।

গতকাল প্রথম দিনেই দুই দল এক ইনিংস খেলে ফেলে, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে নেমে হারায় ৩ উইকেট। এক দিনে মোট ২৩ উইকেট, যা কোনো টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সর্বোচ্চ, দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো দিনই যৌথভাবে সর্বোচ্চ।

পেসারদের দাপটে প্রথম দুই ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৩৪৯ বল। প্রথম দুই ইনিংস এর চেয়ে কম স্থায়ী হয়েছিল একবারই। ১৯০১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের প্রথম ইনিংস স্থায়ী হয়েছিল ২৮৭ বল।

সবচেয়ে কম সময় স্থায়ী হওয়া প্রথম দুই ইনিংস হলো- অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (১৯০১), মেলবোর্ন- ২৪৭ বল ভারত-দক্ষিণ আফ্রিকা (২০২৩), কেপটাউন- ৩৪৯ বল অস্ট্রেলিয়া-উইন্ডিজ (১৯৫১), অ্যাডিলেড- ৪০৪ বল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (১৯০৭), লিডস- ৪১০ বল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড (২০০০), সেঞ্চুরিয়ন- ৪৩২ বল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ