Search
Close this search box.

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, মা-ছেলের মৃত্যু

রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টা ২৮ মিনিটের দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পাই। বস্তিতে কাঠ ও টিনের ঘর থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে শারমীন নামে এক নারী ও তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নাজমা বেগম (২৫) ও তার ছেলে মো. নজরুল ইসলামকে (৪) দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আগুনে নাজমা বেগমের শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে।

শর্টসার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ