বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বর্জন করায় দেশের জনগণকে শাস্তি দেওয়ার জন্যই প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় গ্যাসের মিটার ভাড়া দ্বিগুণ করার তীব্র সমালোচনা করে রিজভী।
তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করত সরকার। অযৌক্তিক কারণে মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনের সার্কাসের শাস্তি হিসেবে জনগণের গ্যাসের মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। অবাধ লুণ্ঠনের উদারহণ পৃথিবীতে বিরল। মূলত নির্বাচন বর্জন করায় দেশের জনগণকে শাস্তি দেওয়ার জন্যই ভাড়া দ্বিগুণ করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরায় সরকারের আঁতে ঘাঁ লেগেছে। সে কারণেই টিআইবিকে বিএনপির দালাল বলে অ্যাখ্যা দিচ্ছে ক্ষমতাসীনরা। শেখ হাসিনার শর্তে রাজি হলেই বিএনপি নেতাকর্মীরা মুক্তি পেতেন। একই মামলায় শাহজাহান ওমর মুক্তি পেয়ে নির্বাচন করেছেন, কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পায় না। এতেই প্রমাণ হয় ভিত্তিহীন মামলায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বিরোধী নেতাকর্মীদের।
তিনি আরও বলেন, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম তিনদিন আগে কারাগার থেকে মুক্তি পান। এরপর গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে গেলে আবারও তাকে পুলিশ আটক করে। এ আটকের নিন্দা জানাই। শুধু উপজেলা নির্বাচনই নয় এ সরকারের কোনো কাজেই বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দেন রিজভী।