বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৩৬টি মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসেন তিনি।
মির্জা আব্বাস ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে উপস্থিত হলে দলের নেতাকর্মীরা মুহুর মুহুর করতালি দিয়ে তাকে বরণ করে নেন। কর্মীরা নেতাদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে বলেন, ‘মির্জা আব্বাস ভাইয়ের ভয় নেই, আমরা আছি তোমার সঙ্গে’, ‘মির্জা আব্বাসের ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি, ইত্যাদি স্লোগান দিতে খাকেন।’
এসময় নেতাকর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়ে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম ও লড়াই করেছে। আমাদের গণতন্ত্র ফেরানোর জন্য মুক্তির আন্দোলন চলবে। কারাগার চিকিৎসার প্রতুলতার কারণে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছে অভিযোগ করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বিএনপির নেতা মির্জা আব্বাসের ৩৬টি মামলায় জামিন হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টায় জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। পরদিন ২৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
এসব মামলায় ক্রমান্বয়ে জামিন পান তিনি। সবশেষ ঢাকা রেলওয়ে থানার এক মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন সোমবার তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।