দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের কয়েকটি জায়গায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনা নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দু-একটি হামলার ঐতিহ্য দেশের সব নির্বাচনেই আছে। তবে কমিশন এসব ঘটনায় আরও কঠোর হবে।
আজ রোববার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, ‘কমিশন হামলা-মামলার ঘটনায় আরও কঠোর হবে। অপরাধের মাত্রা দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন দেখে কুমিল্লা-৬ আসনের এমপির বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে।’
কমিশনার মো. আলমগীর বলেন, ‘প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে।’
বিএনপি এলে নির্বাচনটা আরও ব্যালেন্সড হতো বলে মন্তব্য করেন ইসি আলমগীর। তিনি বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। তারা (বিএনপি) হুমকি, ভয় দেখানোসহ নির্বাচনে বাধা দিচ্ছে। তারা ভোটে থাকলে এটা না করে নির্বাচন ম্যানেজমেন্ট করত। বিভিন্ন হামলা, ট্রেনে আগুন দিচ্ছে তারা।’
ইসি আলমগীর বলেন, ‘ভোট একপেশে নয়। বিএনপি ভোটে আসলে চ্যালেঞ্জ কম হতো। আমরা দায়িত্ববোধ থেকে সুষ্ঠু ভোট করার চেষ্টা করছি, কাউকে দেখানোর জন্য নয়।’